Saturday, January 25, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ উৎপাদন করে আত্মনির্ভর হওয়ার দিশা দেখালেন রতন

বিদ্যুৎ উৎপাদন করে আত্মনির্ভর হওয়ার দিশা দেখালেন রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : অন্ধকার মুক্ত করতে ঘরে ঘরে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচার করতে উঠেপড়ে লেগেছেন তিনি। সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে এই যোজনা নিয়ে এক শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত শিবিরে মুখ্য অতিথি ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি শিবিরে উপস্থিত হয়ে ভেন্ডার এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত অবগত হন।

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী। তিনি আগে থেকেই বলতে পারেন পৃথিবীতে কি হতে যাচ্ছে। তিনি লক্ষ্য করেছেন, বিদ্যুৎ তৈরির জন্য প্রয়োজনীয় কয়লা, গ্যাস একদিন শেষ হয়ে যাবে। তাই তিনি সোলারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। যাতে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায়। এবং শুধু বিদ্যুৎ ব্যক্তিগতভাবে পাওয়া যাবে সেটা নয়, এর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে বিক্রিও করা যাবে। এর জন্য এই যোজনার ঘোষণা করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন এই যোজনা সম্পর্কে বিভিন্ন এলাকাতেও শিবির করা হবে। মন্ত্রী আরো বলেন এটা আত্মনির্ভর হওয়ার একটা অন্যতম অংশ। কারণ এই সিস্টেম মানুষ তার নিজের বাড়ি ঘরে করতে পারলে নিজ বাড়ির বিদ্যুৎ নিজেই তৈরি করতে পারবে। এবং এর জন্য রাজ্যের ব্যাংকগুলি ঋণ দিত প্রস্তুত রয়েছে বেনেফিশিয়ারিদের। ব্যাংক থেকে ঋণ নিতে কোন ধরনের গ্যারান্টারের প্রয়োজন নেই বলে জানিয়েছে তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য