স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৩ জানুয়ারি : রাজ্যস্তরীয় বাল বিজ্ঞান প্রদর্শনীতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছে। তাদের মধ্যে সকলের পুরস্কার পাবে না। কিন্তু তাদের মধ্যে বিজ্ঞান মানসিকতা তৈরি হবে। এটাই ছাত্রছাত্রীদের বড় প্রাপ্তি। এবং এ ধরনের প্রদর্শনের মাধ্যমে নিজের প্রতিভার বহিঃপ্রকাশ করার সুযোগ রয়েছে। শুক্রবার ৫২ তম রাজ্য স্তরীয় বাল বিজ্ঞান প্রদর্শনীতে বক্তব্য রেখে এই কথা বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হয় এই বাল বিজ্ঞান প্রদর্শনী।
এদিন বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়। মেয়র বলেন, বিজ্ঞান প্রদর্শনী হলো কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ। রাজ্য স্তরীও বিজ্ঞান প্রদর্শনী থেকে যারা প্রতিভা অর্জন করতে পারবে তারা আগামী দিন রাষ্ট্রীয় স্তরে অংশগ্রহণ করবে। রাজ্যবাসী প্রত্যাশা আগামী দিন রাজ্যের ছেলেমেয়েরা রাষ্ট্রীয় স্তরে গিয়ে ত্রিপুরার সুনাম অর্জন করতে পারবে। আয়োজিত অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বুনিয়াদি শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এন সি শর্মা, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা। পরে সকলে ছাত্র-ছাত্রীদের প্রদর্শনী ঘুরে দেখে অত্যন্ত প্রশংসা করেন।