স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : তিন দফা দাবি নিয়ে ডি ওয়াই এফ আই -এর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার টিআরবিটি -র চেয়ারম্যানের সাথে দেখা করেন। মূলত দাবি জানান, অবিলম্বে ২০২২ সালের সেপ্টেম্বর মাসের এসটিজিটি -র পরীক্ষার ফলাফল ঘোষণা করা, দ্রুত টেট পরীক্ষার ব্যবস্থা করা এবং টেট পরীক্ষা গ্রহণ করা হলে দ্রুত ফলাফল ঘোষণা করা। এই দাবি গুলি মূলত এদিন তুলে ধরা হয়েছে টি আর বি টি -র চেয়ারম্যান ড. প্রত্যুষ রঞ্জন দেবের কাছে। তিনি দাবিগুলি নিয়ে সহমত পোষণ করেছেন।
পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন, প্রতিবছর দুবার করে টেট পরীক্ষা গ্রহণ করার কথা থাকলেও দেখা যাচ্ছে টিআরবিটি গত ১৯ সাল থেকে এখন পর্যন্ত মাত্র তিনবার পরীক্ষা গ্রহণ করেছে। ফলে রাজ্যে বেকারের সংখ্যা বেড়ে চলেছে। অপরদিকে ২০২২ সালে এস টি জি টি পরীক্ষা গ্রহণ করা হলেও এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি। এমন পরিস্থিতির সম্মুখীন আগে কখনো হতে হয়নি বেকার যুবকদের। এদিকে বিদ্যালয়গুলির মধ্যে চরম শিক্ষক সংকট শুরু হয়েছে। এ বিদ্যালয়গুলির মধ্যে পাঠরত রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করছে না সরকার এবং টিআরবিটি। কারণ নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরীক্ষা যেমন গ্রহণ করা হচ্ছে না, তেমনি পরীক্ষা গ্রহণ করলেও ফলাফল ঘোষণা করা হচ্ছে না। আবার ফলাফল ঘোষণা হলেও নিয়োগ করা হচ্ছে না। ফলে চরম সমস্যায় পড়েছে রাজ্যের বেকার যুবক-যুবতীরা। তাই ডেপুটেশন প্রদান করে এ বিষয়ে উত্থাপন করা হয়েছে টিআরবিটি -র চেয়ারম্যানের কাছে। তিনি সহমত পোষণ করে আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন। পাঁচজনের প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।