স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : শব্দ দূষণ, বায়ু দূষণ আরো অনেক অপসংস্কৃতি দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাল অতি উৎসাহিত্য মহল। মঙ্গলবার রাত ১২ টার পর থেকে শুরু হয় ইংরেজি নব বর্ষ। ইংরেজি নব বর্ষকে স্বাগত জানাতে মঙ্গলবার সকাল থেকে মানুষ নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে। রাত বাড়ার সাথে সাথে রাজধানীর রাজপথে ইংরেজি নব বর্ষকে স্বাগত জানাতে ভিড় জমায় আবাল বৃদ্ধ সকলে। রাত ১২ টা বাজার সাথে সাথে শুরু হয় শব্দ বাজি সহ বিভিন্ন ধরনের বাজি পুড়ানো। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় সেই চিত্র ফুটে উঠে। এরই মধ্যে ঘটে গেল অঘটন। রাজধানীর নন্দনগর এলাকায় এক বাড়ির সামনে পার্কিং করে রাখা দুটি গাড়ি এবং দুটি বাইক ভেঙে দেয় দুর্বৃত্তরা। তারপর তারা বাড়ির গেটে পর্যন্ত এলোপাথাড়ি কুপিয়ে ভাঙ্গার চেষ্টা করে।
এই ঘটনা মাঝ রাতে বলে জানান বাড়ির লোকজনেরা। এদিন দুর্বৃত্তরা বর্ষবরণকে স্বাভাবিকভাবে নেয়নি। নেশাগ্রস্ত হয়ে এ ধরনের কান্ড কারখানা করেছে বলে অনেকের অভিমত। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে আনন্দ উল্লাসের সীমাবদ্ধতা নেই। পুলিশ প্রশাসনের দুর্বলতাকে হাতিয়ার করে শহরে এই ধরনের অপসংস্কৃতি সংগঠিত হয়েছে। বিষয়টি যাতে বহুদূর গড়াতে না পারে তার জন্য এনসিসি থানার পুলিশ তদন্ত নেমে বুধবার দুপুরে কয়েকজন যুবককে আটক করে। খবর লেখা পর্যন্ত তাদের কাছ থেকে কি তথ্য পেয়েছে তার কোন হিসেব তুলে ধরতে পারেনি এনসিসি থানার পুলিশ। এ ধরনের ঘটনায় শুধু শান্তির পরিবেশ নষ্ট হয়নি, এলাকাবাসীর মধ্যে যেমন ক্ষোভ বিস্তার লাভ করছে, তেমনি আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে।