স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : রাজ্যে জাকিয়ে শীত না বসলেও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে চলছে শীত বস্ত্র বিতরণ। রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি গত দুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে। রবিবার ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর উদ্যোগে এলাকার গরিব দুস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ করা হয়। আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ড অফিসের সামনে অনুষ্ঠিত হয় এই কম্বল বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা।
এইদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিনিয়োগকারিরা আসছে। অনেকে বলছে রাজ্যে সরকারি চাকুরি নেই। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর নিয়মিত পদে ১৩ হাজার সরকারি চাকুরি প্রদান করা হয়েছে। সহসাই গ্রুপ-ডি পদে চাকুরি দেওয়া হবে। সঠিক সময়ে সবকিছু করা হবে। শুধু শুধু আন্দোলন করার কোন প্রয়োজন নেই। বিভিন্ন জায়গায় শিক্ষকের সঙ্কট রয়েছে। এই বিষয়ে নিয়ে শনিবার তিনি অর্থমন্ত্রীর সাথে কথা বলেছেন। ত্রিপুরা রাজ্যে কিডনি প্রতিস্থাপন হবে কেউ কোন দিন ভাবতে পারে নি। বর্তমানে জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয়। জিবি হাসপাতালে ৯ টি সুপার স্পেসালিটি বিভাগ চালু করা হয়েছে। জিবি হাসপাতালে লিভার প্রতিস্থাপন চালু করার চিন্তা ভাবনা চলছে। অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী আরও বলেন, সকলে যেন স্বনির্ভর হতে পারে তাঁর চেষ্টা করছে সরকার।
প্রধানমন্ত্রীও চাইছেন মহিলাদের স্বনির্ভর করতে। সেই দিশায় সরকার কাজ করছে। ত্রিপুরা রাজ্যে আগে সাড়ে চার হাজার স্বসহায়ক দল ছিল। বর্তমানে প্রায় ৫৬ হাজার স্বসহায়ক দল হয়ে গেছে। শিক্ষার মান উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য ক্ষেত্রেরও উন্নয়ন করা হয়েছে। বর্তমানে বহিঃরাজ্যে রোগী রেফারের হার অনেকটা হ্রাস পেয়েছে। এইদিনের বস্ত্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য, ৪০ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এলাকার দুঃস্থদের হাতে শিত কম্বল তুলে দেন।