স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : রবিবার দুপরে চড়িলাম আর.ডি ব্লকের অধীন বরকো বাড়ি এডিসি ভিলেজে পিএম কুসুম স্ক্রিম নিয়ে বেনিফিসারিদের সাথে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। তিনি পি.এম কুসুম স্কিম-এর বিভিন্ন প্রকল্প দেখে খুশি। কৃষকদের সাথে কথা বলে তারা কতটা উপকৃত হয়েছে সেই বিষয়ে অবগত হন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। এইদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশির সাথে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি জানান উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির প্রতি প্রধানমন্ত্রীর যথেষ্ট নজর রয়েছে। পরে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে যান। সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা কেন্দ্রীয় মন্ত্রী পল্লাদ যোশীকে উদয়পুরে স্বাগত জানান। কেন্দ্রীয় মন্ত্রী মায়ের মন্দিরে পুজো দেন। এবং রাজ্যের মঙ্গল কামনা করেন।