স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : সংযুক্ত কিষান মোর্চার রাজ্য কমিটির আহবানে দিল্লী উপকণ্ঠে একদিকে হরিয়ানা ও অপরদিকে নয়ডার সীমান্তে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশের বর্বরোচিত আক্রমনের প্রতিবাদে ও আন্দোলনরত নয়ডার কৃষকদের মুক্তির দাবিতে শনিবার মেলারমাঠ থেকে মিছিল করেন। পরে প্যারাডাইস চৌমুহনীতে এক সভায় মিলিত হয়। সভায় সংযুক্ত কিষান মোর্চার নেতা রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করেন। সভায় সংযুক্ত কিষান মোর্চার রাজ্য কমিটি আহবায়ক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব।
সংযুক্ত কৃষক নেভা জগজিৎ সিং আগাওয়ালের কৃষকদের দাবি আদায়ের লক্ষ্যে যে আমৃত্যু অনশন চলছে,তা কুড়ি দিন অতিবাহিত হয়েছে। কৃষক নেতা জগজিৎ সিং দারওয়ালেরের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হওয়ায় সংযুক্ত কিষান মোচা উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে মোর্চার এক বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করে ২১ টি রাজ্য থেকে আসা সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কৃষক নেতা আগারওয়ালের খারাপ কিছু ঘটে যায় তাহলে দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনী। এই ব্যাপারে সেই সভায় সিদ্ধান্ত হয়েছে যে কৃষকদের দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে সংযুক্ত কিষান মোর্চা বিক্ষোভ দেখাবে। মূলত দাবি কৃষকদের দাবি নিয়ে অভিসম্বর আলোচনায় বসতে হবে, কৃষকদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে, নয়ডার কৃষক আন্দোলনের সময় যে সমস্ত কৃষক নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।