Wednesday, January 22, 2025
বাড়িরাজ্য৭২ তম এন ই সি প্ল্যানারি বৈঠকের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলো...

৭২ তম এন ই সি প্ল্যানারি বৈঠকের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলো প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর :  উত্তর-পূর্বাঞ্চলে আটটি রাজ্যের নর্থ ইস্ট কাউন্সিলের প্ল্যানারি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা শহরের প্রজ্ঞা ভবনে। ২১ ডিসেম্বর থেকে শুরু হবে এই বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এন ই সি -র বৈঠকে পৌরহিত করবেন। উত্তর পূর্বাঞ্চলে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এর জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা রাজ্যে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আগরতলা শহর।

 বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এন ই সি বৈঠকে অংশ নিতে ত্রিপুরা মুখী হবেন। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে রাজধানীর পলো টাওয়ার। বৃহস্পতিবার এ বিষয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, গোটা রাজ্যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ, সিআরপিএফ এবং আসাম রাইফেলস থেকে শুরু করে রাজ্য পুলিশ ও টি এস আর জওয়ানরা। প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে রাজ্যে। আগরতলা শহরে মোতায়ন রয়েছে প্রায় সাত হাজার নিরাপত্তা কর্মী। তিনি আরো জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার অধিকাংশ বৈঠক আগরতলায় হবে। শুধুমাত্র একটি বৈঠক আমবাসা ব্রু শরণার্থী শিবিরে রয়েছে। তাই সেখানো সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্রু শরণার্থী শিবিরের মানুষকে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা শুনবে বলে সূত্রের খবর।

আরো জানা যায় এই বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তের নিরাপত্তা, অভ্যন্তরীণ পরিস্থিতি সহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হবে। এর সাথে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত চুক্তি হয়েছে সেগুলোর সম্পর্কেও আলোচনা হবে। কারণ সরকার গোটা দেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য