স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : ভীমরুলের কামড়ে গুরুতর আহত প্রায় ৮ জন। ঘটনা শনিবার বিকালের নাগাদ রাজধানীর সার্কিট হাউস এলাকায়। জিবি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, প্রায় ৮ জন রোগী হাসপাতালে এসেছে। একজন মহিলা ট্রাফিক পুলিশও রয়েছে।
এর মধ্যে একজন গুরুতর আহত হয় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল হওয়ায় তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে এক ব্যক্তি জানান, এদিন তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ভীমরুল জাপটে ধরে কামড়েছে। তবে লক্ষ্য করা হয়েছে অনেকে ভীমরুলের কামড় খেয়েও ছোটাছুটি করে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।