স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : বর্তমান সরকারের আমলে কর্মসংস্থানের উপর আঘাত নেমে এসেছে। তাই বেকারদের নিয়ে আগামী দিনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দুর্বার আন্দোলনে নামবে। রবিবার ডি ওয়াই এফ আই -র সদর বিভাগীয় কমিটির ১৮ তম সম্মেলন উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একথা বলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।
সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগামী দিনে রাজ্যের মাটিতে যুব আন্দোলনকে সম্প্রসারিত করার বিষয়ে। রাজ্য বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গণতন্ত্র আক্রান্ত, বাক স্বাধীনতা নেই এবং বেকারদের কর্মসংস্থানের উপর তীব্র আঘাত নামিয়ে আনা হয়েছে। যে প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তা পালন করে নি সরকার। বেকারদের কর্মসংস্থান দিনদিন সংকুচিত হচ্ছে। এবং আগামী দিনে রাজ্যে মাটিতে বেকারদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।