স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : শুধু পেশা পেশা করলে চলবে না। সমাজকে কলুষিত করার যে চেষ্টা চলছে তা প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। রবিবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির ৫ ম রাজ্য সম্মেলনে বক্তব্য রেখে এই কথা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আগরতলা প্রেস ক্লাবে হয় এ সম্মেলন। এদিন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সানিত দেবরায়, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার এবং ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সুরজিৎ পাল সহ অনান্যরা।
এদিন এই সম্মেলনের সদর এবং মহকুমা এবং জেলা স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে আরো বলেন, সমাজ পরিবর্তনের কারিগর সাংবাদিকরা। বিশেষ করে বর্তমান সরকার সব সময় সমাজ পরিবর্তনের কথা বলে। কিন্তু সমাজ পরিবর্তন একা সরকার করতে পারবে না। সকলকে মিলেই সমাজ পরিবর্তন করতে হবে। তাই সকলকে সজাগ করতে পারে একমাত্র সাংবাদিকরা। অর্থাৎ সাংবাদিকদের দ্বারাই সমাজ পরিবর্তন হয়। যার কারণে বর্তমান সরকার নিজ দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছে। কারণ তারা কাজের ক্ষেত্রে কোনোভাবে বাধা প্রাপ্ত হলে সমাজ পরিবর্তন সম্ভব নয়। সুতরাং মিডিয়ার গুরুত্ব সকলকে বুঝতে হবে। সরকারের আয়না এই সাংবাদিকরা। সরকারকে ভুলত্রুটি ধরিয়ে দিতে পারে সাংবাদিকরাই। সরকারকে ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের বড় দায়িত্ব বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ।