স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর খেজুর বাগান এলাকায় আয়েশা খাতুন নামে এক মহিলার বাড়ির আলমারি থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেয় চোরের দল। বাড়ির মালিক আয়েশা খাতুন সাথে সাথে বিষয়টি এনসিসি থানার পুলিশকে জানায়। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নামে। আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ উদ্ধার করে দুটি স্বর্ণের নেকলেস, একটি মঙ্গলসূত্র এবং একটি আংটি। অভিযুক্ত চোরদের আদালতে তোলার পর পুলিশ উদ্ধার করা স্বর্ণালংকার আদালতে তুলে ধরে। আদালতের নির্দেশ অনুযায়ী রবিবার স্বর্ণালংকার গুলি আয়েশা খাতুন নামে সেই মহিলার হাতে তুলে দেয়। পুলিশ জানায় ধৃত চোরদের নাম অজয় গোয়ালা, দেবাশীষ দাস, এমডি সাহিব সহ আরো দুজন। পুলিশ জানে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে তোলা হয়েছে। স্বর্ণালংকার ফিরে পেয়ে পুলিশের প্রতি আস্থা বাড়লো আয়েশা খাতুন নামে সেই মহিলার। তারপর পুলিশ থানায় সাংবাদিক ডেকে পুলিশের কর্মযজ্ঞ ক্যামেরার সামনে তুলে ধরলেন।