Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যসাতটি জাতীয় পুরস্কারে ভূষিত ত্রিপুরার পঞ্চায়েত

সাতটি জাতীয় পুরস্কারে ভূষিত ত্রিপুরার পঞ্চায়েত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। দেশের আড়াই লক্ষ পঞ্চায়েতের মধ্যে মোট সাতটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। আগামী ১১ ডিসেম্বর দিল্লীর বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মূমু পুরস্কারগুলি তুলে দেবেন। শুক্রবার সামাজিক মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানিয়েছেন দেশের সেরা জেলা গোমতী জেলা। পুরস্কার হিসেবে পাঁচ কোটি টাকা পাবে এই জেলা।

দেশের সেরা ব্লক অমরপুর আর ডি ব্লক। এক কোটি ৭৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে এই ব্লকের জন্য। তৃতীয় পুরস্কার, দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত দক্ষিণ মনুবনকুল রূপাইছড়ি আর ডি ব্লক, পুরস্কার হিসেবে এক কোটি টাকা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় সেরা গ্রাম উর্জা পঞ্চায়েত হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে অমরপুর আরডি ব্লকের অন্তর্গত থাকছড়া।

 পুরস্কার হিসেবে ঘোষণা হয়েছে ৭৫ লক্ষ টাকা। অপরদিকে দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবিকা গ্রাম, পর্যাপ্ত জল এবং শিশু বান্ধব গ্রাম হলো কুমারঘাট আর ডি ব্লকের অন্তর্গত বেতছড়া এবং অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত দেববাড়ি এবং অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত রাংকাং। প্রত্যেকটির জন্য ৫০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। মোট পুরস্কারে রাশি দশ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে এ বিষয়ে রাজ্যবাসীকে অবগত করে জানিয়েছেন এই বিশেষ অর্জন রাজ্য সরকারের সুশাসন ও নাগরিক জীবনের উন্নয়নের সদর্থক পরিবর্তনের প্রমাণ। এই প্রাপ্তির জন্য মুখ্যমন্ত্রী পঞ্চায়েতেরাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত জনপ্রতিনিধি সহ পঞ্চায়েত দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য