স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : প্রতিবছর ৬ ডিসেম্বর সমগ্র দেশের সাথে রাজ্যেও সরকারি ভাবে পালন করা হয় সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস। এই বছর ৬২ তম প্রতিরক্ষা দিবস উদযাপন করা হয় শুক্রবার। এ ডি নগর মনোরঞ্জন দেববর্মা পুলিশ মাঠে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
এইদিন হোমগার্ড, সিভিল ডিফেন্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিভিন্ন প্ল্যাটুন মার্চপাস্টে অংশ নেন। তারপরে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী সান্তনা চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন সকলের লক্ষ্য ভারতবর্ষ ও ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য একে অপরের সহযোগিতা প্রয়োজন।
হোমগার্ড, সিভিল ডিফেন্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের শুধুমাত্র কাজ করলে হবে না। সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলে একজোট হয়ে কাজ করলে তবেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে দেশের শান্তি ও ঐক্যের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একত্রিত হয়ে থাকতে হবে। তার শপথ গ্রহণ করতে হবে এইদিন। সরকার চেষ্টা করছে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার। তাই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী সান্তনা চাকমা। অনুষ্ঠানে মন্ত্রী সান্তনা চাকমা উপস্থিত সকলকে দুর্যোগ মোকাবেলার শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে এইদিন সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।