স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : ৬ ডিসেম্বর ডঃ বি আর আম্বেদকরের তিরুদান দিবস। এ উপলক্ষে শুক্রবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সহিত ডঃ বি.আর আম্বেদকরের ৬৯ তম তিরোধান দিবস পালন করা হয়।
এইদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মিনারানি সরকার, পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী সুধাংশু দাস উজ্জয়ন্ত প্রসাদের সামনে ডঃ বি.আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলে ডঃ বি.আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ৬ ডিসেম্বর দেশের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদকরের প্রয়াণ দিবস। প্রতি বছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দিনটি পালন করা হয়। নতুন প্রজন্মকে ডঃ বি.আর আম্বেদকরের বিষয়ে অবগত করার জন্য দিনটি পালন করা হয়।