Friday, December 13, 2024
বাড়িরাজ্যজনজাতিদের অস্তিত্ব বিপন্নের পথে, কপালে চিন্তার ভাঁজ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার

জনজাতিদের অস্তিত্ব বিপন্নের পথে, কপালে চিন্তার ভাঁজ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : অস্তিত্ব সংকটে হলেও হঠাৎ সুপ্ত আগ্নেয়গিরির মতো জেগে ওঠে আইপিএফটি। বুধবার খুমুলুঙের ডকমালি বাজারে একটি মিছিল সংগঠিত করে আইপিএফটি। তারপরে সমাবেশের আয়োজন করে আইপিএফটি। উপস্থিত ছিলেন আই পি এফ টি -র সভাপতি প্রেম কুমার রিয়াং। তিনি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, আইপিএফটি -র প্রতিবছরের ধারাবাহিক কর্মসূচি আজ সংগঠিত হতে চলেছে খুমুলুঙে। প্রতিবছর ডিসেম্বর মাসে এই কর্মসূচির সংগঠিত করা হয়। মূলত দাবি তিপরাল্যান্ড।

২০০৯ সাল থেকে দল এই দাবি নিয়ে অনড় রয়েছে। তারপর ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর জনজাতির উন্নয়নের জন্য এবং এডিসি -র উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোন কিছুই বাস্তবায়ন হয়নি। সেগুলি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হবে। একই সাথে পৃথক রাজ্য তিপরাল্যান্ড গঠন করার জন্য দাবি করা হবে সরকারের উদ্দেশ্যে। অপরদিকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, জনজাতিদের অস্তিত্ব বিপন্নের পথে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, তা দেখে রাজ্যের জনজাতিরা অত্যন্ত উদ্বিগ্ন। কারণ জনজাতিরা বিপন্ন হয়ে পড়লে তাদের উপরও এ ধরনের ঘটনা সংঘটিত হতে পারে আশঙ্কা ব্যক্ত করলেন মন্ত্রী। তাই তিনি দাবি করলেন কিভাবে জনজাতিদের সুরক্ষার কথা মাথায় রেখে পৃথক রাজ্যের দাবি বাস্তবায়ন করা যায় সেদিকে গুরুত্ব দিয়েছে। বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ভারত সরকারের মন্ত্রীদের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। অবিলম্বে এ দাবি পূরণ করার জন্য সরকারের উদ্দেশ্যে পুনরায় আজকের সভা থেকে দাবি করা হচ্ছে বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে আই পি এফ টি -র কয়েক শতাধিক কর্মী সমর্থক অংশগ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য