স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্ববর : বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সরব হল দেশপ্রেমী মানুষ। শনিবার আগরতলা স্থিত আইএলএস হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের দেশপ্রেমী মানুষ। তাদের দাবি অবিলম্বে আইএলএস হাসপাতালে বাংলাদেশী রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান বন্ধ করতে হবে। দেশপ্রেমী মানুষের দাবি মেনে আইএলএস হাসপাতালের পক্ষ থেকে গৌতম হাজারিকা বিক্ষোভকারিদের আশ্বাস দেন আইএলএস হাসপাতালে এখন থেকে বাংলাদেশী নাগরিকদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে না। এমনিতেই বেশ কিছু দিন ধরে বাংলাদেশী রোগী আসছে না।
তারপরও বাংলাদেশী রোগীদের জন্য আইএলএস হাসপাতালে যে হেল্প ডেস্ক রাখা হয়েছিল, সেই হেল্প ডেস্ক শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ থেকে বহুরোগী প্রতিদিন রাজ্যে আসে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। কতিপয় বাংলাদেশির কারণে এই সুবিধা এবার বন্ধের পথে গোটা বাংলাদেশবাসীর জন্য। দীর্ঘক্ষন হাসপাতালে ভিতর বিক্ষোভের ফলে রোগী এবং রোগীর প্রয়োজন দুর্ভোগের শিকার হতে হয়।