স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্ববর : পুরাতন রাজবাড়ি অর্থাৎ পুস্পবন্ত মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে ইতিমধ্যে সংবাদ ছড়িয়ে পড়েছে। তারপরই প্রতিবাদের ঝড় উঠে রাজ্য জুড়ে। শনিবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে সাফাই গাইলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি জানান পুরাতন রাজবাড়ি অর্থাৎ পুস্পবন্ত মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি। রাজ্য পরিবারের ঐতিহ্যকে অখুন্ন রেখেই সবকিছু করা হবে।
যারা বর্তমানে প্রতিবাদ করছে তারাই রাজ পরিবারের ঐতিহ্য নষ্ট করেছে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর আগরতলা বিমান বন্দরের নাম পরিবর্তন করে এমবিবি বিমান বন্দর করা হয়েছে। রাজন্য স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গায় ব্যবসা করা হচ্ছে। আর রাজ্য সরকারের চিন্তা ভাবনায় একটা অহেতুক ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। অথচ রাজ্য সরকার পুরাতন রাজবাড়ি অর্থাৎ পুস্পবন্ত মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করে নি। কারো সাথে মৌ স্বাক্ষর হয় নি।