স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর : দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ ব্রু-শরণার্থীদের। শুক্রবার সকাল থেকে ব্রু শরণার্থীরা আমবাসার হাদুক্লোক এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। ব্রু-শরণার্থীদের রাজ্যের ১৩ টি স্থানে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই ১৩ টি স্থানকে পৃথক ভিলেজ কমিটি ঘোষণা করা এবং প্রতিটি ব্রু-শরণার্থী পরিবারকে কৃষি ভূমি প্রদানের দাবিতে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়।
সড়ক অবরোধ চলাকালীন সময় ৫ জনের এক প্রতিনিধি দল আমবাসা মহকুমার মহকুমা শাসকের অফিসে গিয়ে মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করে। ব্রু-শরণার্থীদের এক নেতৃত্ব জানান তারা তাদের দাবির বিষয়ে ব্লক প্রশাসন ও সাব জোনাল অফিসের আধিকারিকদের আগেই অবগত করেছেন। কিন্তু কোন কাজ হয় নি। তাই এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছেন। মহকুমা শাসক কি আশ্বাস দেন তার উপর নির্ভর করবে তাদের আন্দোলন জারি থাকবে, নাকি আন্দোলন প্রত্যাহার করা হবে।