স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর : পরিবহন দপ্তরের উদ্যোগে যানবাহন স্ক্র্যাপিং নীতি এবং ই-নিলামের মাধ্যমে বিভিন্ন দপ্তরের পুরানো যানবাহন বিক্রয়ের বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি কর্মশালা। যাতে করে দূষণের মাত্রা কমানো যায়। পাশাপাশি জ্বালানি তেলের কার্যকরিতা বাড়াতে এই কর্মশালা হাতে নেওয়া হয়েছে।
শুক্রবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব সি.কে জমাতিয়া, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে এইদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। মূলত যানবাহন স্ক্র্যাপিং নীতি ও ই-নিলামের মাধ্যমে বিভিন্ন দপ্তরের পুরানো যানবাহন বিক্রয়ের বিষয় নিয়ে এইদিন আলোচনা হয়েছে। মূলত পরিবেশকে নির্মল রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে ১৫ বছর পুরানো প্রায় চার শতাধিক যানবাহন রয়েছে। যে গুলি স্ক্র্যাপিং করা যাবে।