স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ নভেম্বর ২০২৪: ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সিএনজি ও পিএনজি এর উপর ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধির অভিযোগ এনে সরব হল অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন। বৃহস্পতিবার ইউনিয়নের প্রতিনিধিরা বিক্ষোভ সভার আয়োজন করে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড এর সদর কার্যালয়ের সামনে।
বিক্ষোভসভার মধ্য দিয়ে তারা বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। এদিন তারা দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেন ম্যানেজিং ডিরেক্টরের কাছে। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতি গুলো একটি অংশেও পূরণ হয়নি।