স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : ৭৫ তম সংবিধান দিবস উপলক্ষ্যে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা।
এইদিনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর চন্ডিতা বসু মজুমদার। এইদিনের আলোচনা সভা থেকে প্রদেশ কংগ্রেস সমগ্র রাজ্য জুড়ে ৬০ দিন ব্যাপী সংবিধান রক্ষা অভিযান কর্মসূচির ঘোষণা করে। কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ এক সাক্ষাৎকারে জানান ২৬ নভেম্বর দিনটি ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন।
১৯৪৫ সালের ২৬ নভেম্বর দেশের সংবিধান গৃহীত হয়েছিল। এইটা ভারতবাসীর কাছে এইটা গর্বের বিষয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার গুলি খর্ব করার চেষ্টা চলছে। তাই প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ৬০ দিন ব্যাপী সংবিধান রক্ষা অভিযান কর্মসূচি পালন করা হবে রাজ্য জুড়ে। তিনি আরো বলেন, কংগ্রেস বর্তমানে লড়াই করছে সংবিধানের প্রকৃত সাধ যাতে দেশের প্রত্যেকটা মানুষ পেতে পারে। মানুষকে বোঝানো হবে কিভাবে ন্যায় বিচার আদায় করতে হয়। কারণ সারা দেশব্যাপী মানুষকে ভয় দেখানো হচ্ছে, যাতে কেউ কথা বলতে না পারে। এবং মানুষ তার কর্মসংস্থানের দাবি থেকে সরে এসে ধর্মের নামে আসক্ত হয়ে পড়ে তারই চেষ্টা চলছে। এর প্রতিবাদ করে কিভাবে সংবিধান বাঁচাতে হবে সে বিষয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন।