Saturday, January 18, 2025
বাড়িরাজ্যবনজ সম্পদ সঠিকভাবে রক্ষা করার জন্য আহবান করলেন বনমন্ত্রী

বনজ সম্পদ সঠিকভাবে রক্ষা করার জন্য আহবান করলেন বনমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর :  রবিবার রাজধানীর গীতাঞ্জলি গেস্ট হাউসে রেঞ্জার এসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিনের চতুর্থ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আই এফ এস  আর কে সামল, অল ইন্ডিয়া ফরেস্ট অফিসারস ফেডারেশনের কোষাধক্ষ্য সুন্দর সিন্ধু, ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক, সাধারণ সম্পাদক জগৎ বাহাদুর দেববর্মা অন্যান্যরা।

বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য রেখে বলেন, রেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করতে তিনি অংশ নিয়েছেন। কারণ রাজ্যের বনজ সম্পদ রক্ষা করার দায়িত্ব সকলের। তারপরও রেঞ্জাররা বন যাতে ধ্বংস না হয় তার জন্য গুরু দায়িত্ব পালন করে চলেছেন। আগামী দিনে ত্রিপুরার বন রক্ষা করতে তারা বড় ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য