স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : শনিবার আগরতলা প্রেস ক্লাবে মণিপুর কলা একাডেমীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথম দিন কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। ৭ দিনব্যাপী চলবে এই কর্মসূচি গুলি। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিধায়ক তথা বিশিষ্ট নাগরিক বীরজিৎ সিনহা, ত্রিপুরা সাহিত্য পরিষদের সভাপতি এম জয় সিং সহ অন্যান্যরা।
শনিবার প্রথমদিন মনিপুর থেকে আগত কবিরা ত্রিপুরার কবিদের সাথে যৌথভাবে কবিতা পাঠ করেন। প্রতি বছরের মত এবছরও অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হবে বলে অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা।