স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউব্রু ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদান ও হজাগিরি দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবিকে সামনে রেখে শনিবার টিএফডিপিসি-র সভাগৃহে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। এইদিন রিয়াং জনজাতিদের মাতৃ ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। সভা শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান রিয়াং সম্প্রদায়ের মাতৃভাষা কাউব্রু ভাষার বিকাশের জন্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছে। শনিবার বিধায়ক প্রমোদ রিয়াং একটি সভা ডাকা হয়।
এই সভায় আমন্ত্রণ পেয়ে তিনি নিজেও সভায় উপস্থিত ছিলেন। রিয়াং জনজাতিরা তাদের মাতৃভাষার সরকারি স্বীকৃতি চায়। রাজ্য সরকারও প্রতিটি ভাষার বিকাশ চায়। রিয়াং জনজাতিরা মাতৃ ভাষার স্বীকৃতির পাশাপাশি হজাগিরি দিবসে সরকারি ছুটির দাবি জানিয়েছে। রিয়াং জনজাতিরা দুই দফা দাবি সম্বলিত স্মারক লিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য এইদিন ওনার হাতে তুলে দিয়েছেন।