স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : সম্প্রতি খোয়াইর বিধায়ক অভিযোগ উত্থাপন করে দুর্গা পূজার সময় রেশন থেকে আটা প্রদান করার কথা থাকলেও ভোক্তাদের আটা দেওয়া হয় নি। আটা নিয়ে বড়সড় দুর্নীতি হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে গোটা খোয়াই জেলা জুড়ে সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে খাদ্য দপ্তরের সহযোগিতায় বুধবার খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
মূলত ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান খোয়াইর বিধায়ক আটা নিয়ে দুর্নীতির যে অভিযোগ উত্থাপন করেছেন তা সঠিক নয়। দুর্গা পূজার সময় বিনামূল্যে আটা প্রদান করা হয় নি। সুজি, ময়দা ও চিনি বিনামূল্যে প্রদান করা হয়েছে। আটা প্রতি মাসে ভর্তুকি মূল্যে রেশনের মাধ্যমে প্রদান করা হয়। খোয়াই-র একটি কোঅপারেটিভ রয়েছে তারা আটা সংগ্রহ করে খোয়াই-র প্রতিটি রেশনে সরবরাহ করে থাকে। দুর্গা পূজার সময় রেশনে আটা মজুত রাখার মতো জায়গা না থাকায় রেশন ডিলাররা সময় মতো আটা সংগ্রহ করে নি। ফলে ভোক্তারা সঠিক সময় আটা পায় নি। রেশন ডিলাররা পরবর্তী সময় আটা সংগ্রহ করেছে। বাস্তবে আটা নিয়ে কোন দুর্নীতি হয় নি বলে দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।