স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : এক ব্যক্তির গরু অপর এক ব্যক্তির ধানের জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে মারপিটে গুরুতর আহত দুই। ঘটনা অসম-ত্রিপুরা সীমান্ত লাগুয়া কাঁঠালতলী পুলিশ ওয়াচ পোস্টের তিলভূমি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ নভেম্বর বাগন পঞ্চায়েতের বালুরবন্দ পালং টিলার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা চন্দন ভর তার নিজের পাকা ধানের জমিতে দেখতে পায় একটি গরু ধান খাচ্ছে।
সে সময় গরুটি ধরে এলাকার মাতব্বরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় গেলে তারই প্রতিবেশী তথা গরুর মালিক রামনাগীনা সিং তার পথ আটকে ধরে এবং তাকে মারধর শুরু করে। সঙ্গে সঙ্গে চন্দন ভর নিজের বাড়িতে পালিয়ে আসে। কিন্তু তাতেও সে রক্ষা পায়নি। পরিকল্পিতভাবে মুহূর্তের মধ্যে রামনাগিনা সিং ও তার চার পুত্র প্রতাপ সিং,অজিত সিং,মিশন সিং ও রাজীব সিং সহ তার আরো দুই ভাই রতন সিং ও রামাকান্ত সিং মিলে চন্দন ভরের বাড়িতে গিয়ে হামলা করে বলে অভিযোগ চন্দন ভরের।
চন্দন ভর ও তার স্ত্রী সবিতা ভরকে মাটিতে ফেলে প্রচন্ড মারধর করে। যার বলে চন্দনের বা পা পুরোপুরি ভেঙ্গে যায়। তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে। অপরদিকে তার স্ত্রী সবিতা ভর আক্রান্ত হয় এবং তার বা হাতটি ভেঙ্গে যায় বলে অভিযোগ করেন তারা। এখানেও আক্রমণকারীরা ক্ষান্ত হয়নি বাড়িতে থাকা তার সন্তানদের উপরও আক্রমণ করে বলে জানায় সে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে তারা বাজারীছড়া থানায় যায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য মাকুন্দা হাসপাতালে ছুটে যায়। সেখানে তারা এক সপ্তাহের উপর চিকিৎসা করে বাড়িতে ফিরে এবং পরবর্তী সময় তারা কাঁঠালতলী ওয়াচ পোস্টে একটি লিখিত মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি হাতে পেয়েই আক্রমণকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তবে আক্রমণকারীরা সকলেই বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী করলেন আক্রান্ত পরিবার।