Friday, December 27, 2024
বাড়িরাজ্যনাবালকের বাইকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, পুলিশ আটক করলো নাবালককে

নাবালকের বাইকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, পুলিশ আটক করলো নাবালককে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : বেপরোয়া নাবালকের বাইকের ধাক্কায় মৃত্যু ৭২ উর্ধ্ব এক মহিলা। ঘটনা গোলাঘাটি বিশালগড় সড়কে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায়। জানা যায় TR 01 AM 6357 নম্বরের একটি বাইক নিয়ে একাদশ পড়ুয়া ছাত্র বেপরোয়া ভাবে গোলাঘাটির উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় ৭২ বছর বয়সি মহিলা আরতি দেবনাথকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধা।

পাশে থাকা টিএসআর ক্যাম্পে জোওয়ানরা ঘটনা দেখতে পেয়ে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মহিলাকে দ্রুত উদ্ধার করে দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মহিলার অবস্থা আশঙ্কা জনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আহত বৃদ্ধাকে জিবি হাসপাতালের রেফার করেন।

 জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মহিলার মৃত্যু হয়। আগরতলা জিবিপি হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে। এদিকে টাকারজলা থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে। ঘাতক বাইকটি উদ্ধার করে এবং নাবালক চালককে আটক করে টাকারজলা থানায় নিয়ে যায়। নাবালক চালকের বিরুদ্ধে আইনগত সমস্ত ব্যবস্থার গ্রহণ করবে বলে থানার জানান ওসি। উল্লেখ্য, একজন নাবালক ছেলেকে কিভাবে তার মা বাবা সহ অন্যান্য অভিভাবকরা বাইক নিয়ে বাড়ি থেকে বের হতে দিল? এ ধরনের ঘটনা অহরহ ঘটে চলেছে। কিন্তু একাংশ অভিভাবক মহলের কোনো ভ্রুরুক্ষেপ নেই। উন্মুক্তভাবে বাইক চালাতে গিয়ে তারা হয়তো নিজের প্রাণ বিসর্জন দিচ্ছে, নয়তো সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। কিন্তু উদাসীন কতিপয় অভিভাবক। এবং পুলিশ প্রশাসনে ভূমিকা নিয়েও রীতিমত প্রশ্ন উঠে। নাবালক বাইক চালকদের আটক করে বাইকের কর্ণধারের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের উন্মুক্ত বাইক চালকদের নিয়ন্ত্রণ করা যাবে। নাহলে এভাবে মানুষের জীবন কেড়ে নেবে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য