স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত যুব মোর্চার উদ্যোগে নমো বাইক যাত্রার আয়োজন করা হয়েছে। ২০ নভেম্বর থেকে সাব্রুমে বাইক যাত্রার সূচনা করবেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ও যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান যুব মোর্চার নেতা রানা ঘোষ।
তিনি আরো জানিয়েছেন কুড়ি নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই বাইক মিছিল। রাজ্যের ৫৫ টি মন্ডল প্রদক্ষিণ করবে যুব মোর্চার কর্মীরা। এই বাইক মিছিলে অংশ নেবে কয়েক হাজার যুবক। তিনি আরো জানান রাজ্যের বর্তমান সরকার নেশা মুক্ত ত্রিপুরা ও কর্মসংস্থানের জন্য যেভাবে কাজ করছে তার জন্য ধন্যবাদ জানানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।