স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : সুশাসন জামানায় মিলছে না বিচার। অভিযোগ শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইয়ের বিরুদ্ধে। তাদের হাতে আক্রান্ত হয়ে এক মহিলা এবং দেবর থানায় মামলা দায়ের করার পরেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় নির্যাতিতা মহিলা এবং তার দেবর শনিবার রাজ্য পুলিশ সদর কার্যালয়ে যান। সেখানে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করেন।
জানা গেছে, আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ডের এক মহিলা সহ তার দেবরকে একই পাড়ার পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ উরফে টুটন এবং তার ভাই সুমন দেবনাথ বেধড়কভাবে মারধর করে এমনকি মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যদিও ঘটনার দিন নির্যাতিত মহিলা এবং তার দেবর আমতলী থানায় মামলা করার প্রস্তুতি নিলেও অভিযুক্তদের বাধার সম্মুখীন হতে হয়। ঘটনার পরদিন অর্থাৎ ১২ নভেম্বর নির্যাতিত মহিলা এবং দেবর আমতলী থানায় লিখিত মামলা দায়ের করেন। কিন্তু আমতলী থানার পুলিশ শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে। ঘটনার আজ এতদিন হয়ে গেলেও আমতলী থানার পুলিশ এই ঘটনায় কোন মামলা নথিভুক্ত করেনি। পরে পুলিশের এই কর্মকান্ডের কথা জানতে পারে নির্যাতিত মহিলা সহ উনার দেবর। বাধ্য হয়ে শনিবার দুপুরে এই মহিলা সহ তার দেবর রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ঘটনার সম্পূর্ণ তথ্য তুলে ধরেন এবং এই ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।