স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রী সুধাংশু দাস সাম্প্রদায়িক উস্কানি সহ বহিঃ রাজ্যের ফেরিওয়ালা যুবককে আক্রমণের বর্ররতম ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা, রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষা করা এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল এস এফ আই, টি এস ইউ, টি ওয়াই এফ এবং ডি ওয়াই এফ আই।
চারটি ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে এদিন বিক্ষোভ মিছিলটি শুরু হয় ছাত্র যুব ভবনের সামনে থেকে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, শাসক দলের পক্ষ থেকে প্রতিদিন রাজ্যে উস্কানি দেওয়ার চেষ্টা চলছে। মন্ত্রী সুধাংশু দাস সংবিধানের নামে শপথ গ্রহণ করে সামাজিক মাধ্যমে উস্কানি দিচ্ছেন। সংখ্যালঘুদের মারার জন্য প্ররোচনা করছেন। মন্ত্রী নির্দেশে গত কয়েকদিন আগে এক ফেরিওয়ালাকে পিটিয়েছে মানুষ। সরকার যদি মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ঘরে নেওয়া হবে সরকার এ ধরনের ঘটনায় জড়িত। তাই সরকার যাতে নৈতিক দায়িত্ব পালন করে। আয়োজিত মিছিলে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।