স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : শুক্রবার দুপুরে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে চুরাইবাড়ি থানার অন্তর্গত শনিছড়া বাজারে। জানা যায় স্মিথ দাস নামে এক স্বাস্থ্য কর্মী AS-01BP-8349 নাম্বারের ওয়াগনার গাড়ি নিয়ে শনিছড়া প্রাথমিক হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল। শনিছড়া বাজারে রাস্তার পাশে সে গাড়ি দাড় করিয়ে একটি দোকানে যায়। অপরদিকে TR-05A-2129 নাম্বারের চালক জহর উদ্দিন শনিছড়া প্রাথমিক হাসপাতাল থেকে চার জন যাত্রী নিয়ে খাদিম পাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল।
অটো চালক শনিছড়া বাজারে অটো দাড় করিয়ে দোকানে যায় জলের বোতল ক্রয় করে নিয়ে আশার জন্য। সেই সময় AS-01LC-3054 নাম্বারের একটি ট্রাক গাড়ি দ্রুত গতিতে এসে প্রথমে যাত্রীবাহী অটোতে ধাক্কা দেয়, তারপর ওয়াগনার গাড়িতে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী অটোটি দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি ওয়াগনার গাড়িটি উল্টে যায়। এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। আহত হয় যাত্রীবাহী অটোতে থাকা চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শনিছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। অটোতে থাকা এক মহিলা যাত্রী জানান তাদের অটোটি রাস্তার পাশে দাড় করিয়ে চালক দোকানে যায় জলের বোতল ক্রয় করে নিয়ে আশার জন্য। এরই মধ্যে একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে। এতে অটোতে থাকা সকলে আহত হয়। সকলে সংজ্ঞা হারিয়ে ফেলে। সংজ্ঞা ফিরে আসার পর দেখতে পান তারা রাস্তার পাশে পড়ে রয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শনিছড়া প্রাথমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ধর্মনগর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। ২৪ ঘণ্টা তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এইদিকে দুর্ঘটনার পর সিমেন্ট বোঝাই ট্রাক গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা গাড়িটিকে আটক করে ফেলে। পরে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাক গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওয়াগনার গাড়ির আগুন নিভায়। ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে চাঞ্চল্য দেখা দেয়।