Thursday, January 23, 2025
বাড়িরাজ্যরাষ্ট্রবিরোধী দলের বিরুদ্ধে লড়াই চলছে কংগ্রেসের, বললেন সুদীপ

রাষ্ট্রবিরোধী দলের বিরুদ্ধে লড়াই চলছে কংগ্রেসের, বললেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : মান্দাই বিধানসভা এলাকায় কংগ্রেসের উদ্যোগে শুক্রবার সংহতি পদযাত্রা সংগঠিত করা হয়। রাজ্য জুড়ে কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা সংগঠিত করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এইদিন মান্দাই বিধানসভা এলাকায় সংগঠিত করা হয় সংহতি পদযাত্রা। এইদিন মান্দায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোবরা খামার বাজার থেকে শুরু হয় পদযাত্রা। কৈতরবাড়ি দূর্গানগর স্কুল মাঠে গিয়ে শেষ হয় এই সংহতি পদযাত্রা। এইদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান ৩১ অক্টোবর থেকে রাজ্য জুড়ে সংহতি পদযাত্রা সংগঠিত করা হচ্ছে। ভোটের লাভালাভের জন্য সমগ্র দেশের সাথে রাজ্যেও বিভাজনের রাজনীতি চলছে। এতে দেশ দুর্বল হচ্ছে।

শাসক গোষ্ঠী দেশকে লুট করছে। এই অবস্থায় কংগ্রেস দল ঘরে বসে থাকতে পারে না। তাই কংগ্রেস রাস্তায় নেমেছে। দেশ তখনই এগিয়ে যাবে যখন প্রত্যেক ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে শাসকগোষ্ঠী এটা চাইছে না। তিনি আরো বলেন শুধু ত্রিপুরায় নয় গোটা দেশে একটা লুটপাটে রাজত্ব চলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বেকাররা দিশেহারা, পড়াশোনা লাটে উঠেছে। কোথায় প্রশাসন, নির্বিকার। কোন হেলদোল নেই, মুখ থুবড়ে পড়ে আছে রাজ্যের প্রশাসন। প্রশাসনটা কিছু মাল্টিমিলিনের হাতে তুলে দিয়েছে। গরিব আরো গরিব হচ্ছে। আর কিছু মানুষের ব্যাংক ব্যালেন্স বাড়ছে। এর বিরুদ্ধেই কংগ্রেসের লড়াই। যাতে মানুষ জাগ্রত হয়। তিনি আরো বলেন, যারা স্লোগান দেয় রাষ্ট্রবাদী দল বলে, কংগ্রেস তাদের রাষ্ট্রবিরোধী দল বলে মনে করে। এই রাষ্ট্র বিরোধীদের মানসিকতা হচ্ছে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দেওয়া এবং রক্তের বিনিময়ে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়া। এর বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মানুষের কাছে দাবি করছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য