স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : অগোচরে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ মাশুল। গ্রাহকদের ঘুমে রেখে দপ্তরের অভিভাবক বিদ্যুৎ মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। অবিলম্বে বর্দ্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে সিপিআই(এম এল)এর গনধর্না অনুষ্ঠিত হয়। সোমবার উদয়পুর মহাদেব বাড়ি সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের উদয়পুর সাব ডিভিশন অফিস তথা সিনিয়র ম্যানেজার অফিসের সামনে ৮ দফা দাবিতে এক ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করেন। এদিনের এই গণধর্নায় উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিনের গণধর্না থেকে দাবি তুলেন- বর্দ্ধিত বিদ্যুৎ মাশুল আদায়ে গ্রাহকদের উপর জুলুম বন্ধ করা। মাসে মাসে বিদ্যুৎ মাশুল আদায় করা। ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। বিদ্যুৎ শক্তি উৎপাদন ও বন্টনের বেসরকারি করণ করা চলবে না। স্মার্ট মিটার এর মাধ্যমে বিদ্যুৎ বন্টনের ব্যবস্থা কে টাটা ও আম্বানিদের হাতে দেওয়া চলবে না। আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। রেগা ও টুয়েপ প্রকল্পে ২০০ দিনের কাজ ও দৈনিক মজুরি ৬০০ টাকা করতে হবে।