স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : গত কয়েক মাসে উত্তর ত্রিপুরা জেলায় একাধিক অপরাধমূলক ঘটনা খবরের শীর্ষস্থানে এসেছে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে অস্ত্রের আস্ফালন সামনে এসেছে রবিবার। এদিন ধর্মনগর শহরের দশ নং ওয়ার্ডের কলেজ রোড গৌড় গোপাল সরণী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার বুলেট ভর্তি একটি বিদেশি পিস্তল। জানা গেছে রবিবার বিকালে গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং ও ধর্মনগর থানার পুলিশ গৌড়গোপাল সরণী এলাকার বাসিন্দা রাজু দেবের বাড়িতে অভিযান চালিয়ে দশ রাউন্ড বুলেট সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। সাথে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন সহ একটি গাড়ি।
সাথে আটক করা হয় বাড়ি মালিক রাজু দেবকে। অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং জানান, পিস্তলটি অটোমেটিক পিস্তল, যার মধ্যে লেখা আছে ৭.৬২ রাশিয়ান মেইড। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, সে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে পিস্তলটি ক্রয় করেছে। সাথে একান্ডে ধর্মনগর থানায় একটি অস্ত্র আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় ধর্মনগর শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে কি কারনে রাজু দেব বাড়িতে পিস্তল রেখেছিল। এর পেছনে কোন কু- কর্ম করার মতলব ছিল না সেটা বলা যায় না। অবশ্যই কোনরকম অপরাধমূলক ঘটনা সংঘটিত করার জন্য বাড়িতে পিস্তল রেখেছিল। হয়তো আগে কোনরকম অপরাধমূলক ঘটনার সাথেও অভিযুক্ত রাজু দেব জড়িত থাকতে পারে বলে মনে করছে। এখন বাকিটা তদন্ত সাপেক্ষ।