স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জন্মদাতা পিতা। পশ্চিম আগরতলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত তার ৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। অভিযুক্তর স্ত্রী ৩০ জুলাই পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেন। জানা যায় অভিযুক্তর বাড়ি বামুটিয়া এলাকায়। পেশায় সে একজন রাজমিস্ত্রির যোগালি। সে স্ত্রী ও কন্যাকে নিয়ে অরুন্ধুতিনগর এসডি মিশন এলাকায় ভাড়া থাকত।
ভাড়া বাড়িতে সে নিজের মেয়েকে ধর্ষণ করে। পশ্চিম মহিলা থানার এক অফিসার জানান থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা সমাজকে আরো একবার ভাবিয়ে তুলেছে। তাহলে কি নারীরা ঘরেও সুরক্ষিত নয়? একজন পিতার এই ধরনের পাষন্ডতা সমাজকে কি দিশা দেখাবে? যাই হোক এখন বাকিটা তদন্ত সাপেক্ষ।