Saturday, December 7, 2024
বাড়িরাজ্যকৃষ্ণনগর এলাকায় সদস্যতা অভিযান করলেন মেয়র

কৃষ্ণনগর এলাকায় সদস্যতা অভিযান করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ভারতীয় জনতা পার্টি সদস্যতা অভিযান। ইতিমধ্যে রাজ্যে ৮ লক্ষাধিক বিজেপি সদস্য হয়ে গেছে। হাতে আর মাত্র পাঁচ দিন। ঝড়ো গতিতে সদস্যতা অভিযান করে চলেছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

তিনি রবিবার বিজেপি ৭ রামনগর মন্ডলের উদ্যোগে সদস্যতা অভিযান সংগঠিত করেন রাজধানীর কৃষ্ণনগর এলাকায়। সদস্যতা অভিযানে বেরিয়ে মেয়র দীপক মজুমদার বলেন সমগ্র দেশের সাথে রাজ্যেও দ্বিতীয় পর্যায়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। মানুষ উৎসাহের সাথে বিজেপির সদস্য হচ্ছেন। রামনগর বিধানসভা এলাকায় ইতিমধ্যে বিজেপির ২০ হাজার সদস্য হয়ে গেছে। লক্ষ্যমাত্রা রয়েছে ২৬ হাজার সদস্য করার। লক্ষ্যে পৌঁছানোর জন্য বিজেপি দলের কার্যকর্তারা কাজ করে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য