Thursday, January 16, 2025
বাড়িরাজ্যদশটি মোবাইল সহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

দশটি মোবাইল সহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : স্মার্ট সিটিতে লাগামহীন ভাবে বেড়ে চলেছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। পুলিশ চোর ও ছিনতাই বাজের গ্যাং জালে তুলেও চুরি ও ছিনতাইয়ের ঘটনার লাগাম টানতে পারছে না। যারা এ ধরনের কার্যকলাপ সংগঠিত করে পুলিশের জালে উঠছে তারা জেল থেকে বের হয়ে পুনরায় গ্যাং -এ যোগ দিয়ে চলেছে। তাদের যন্ত্রণায় অতিষ্ট শহরবাসী। আবারো পূর্ব আগরতলা থানার পুলিশ ১০ টি মোবাইল সহ দুই ছিনতাইকারিকে গ্রেপ্তার করল।

পূর্ব আগরতলা থানার ওসি জানান ৭ নভেম্বর কৃষ্ণ মজুমদার নামে এক ব্যক্তি পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগ পত্রে সে উল্লেখ করে মহারাজগঞ্জ বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় কিছু দুষ্কৃতি তার কাছ থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশের একটি টিম গঠন করা হয়। পুলিশের তদন্তকারি দলটি ঘটনার তদন্তে নেমে ছিনতাইকারি দলের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়। যথারীতি গ্রেপ্তার করা হয় ছিনতাইকারি দলের দুই সদস্যকে। ধৃতরা হল যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনির সুদীপ দাস ও প্রতাপগড় এলাকার সুব্রত দাস। তাদের কাছ থেকে ১০ টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি আরও জানান ছিনতাইর কাজে ব্যবহুত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য