Thursday, December 26, 2024
বাড়িরাজ্যতদন্ত ধাপা চাপা দিতে সষ্ক্রিয় রাধা কিশোর পুর থানার পুলিশ : বিরোধী...

তদন্ত ধাপা চাপা দিতে সষ্ক্রিয় রাধা কিশোর পুর থানার পুলিশ : বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : দেওয়ালি মেলার সন্ধ্যায় ভিআইপি এস কোর্টের ধাক্কায় উদয়পুরে প্রান হারালো এক তরতাজা যুবক। নাম পীযূষ দেবনাথ। শনিবার তার টেপানিয়া বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলনেতা এদিন প্রয়াত পীযূষের পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানান। এবং প্রয়াত পীযুষের আত্মার প্রতি শান্তি কামনা করেন। পীযূষের বাবা বিরোধী দল নেতাকে জানান ভিআইপি গাড়ির ধাক্কায় তার ছেলের মৃত্যু হওয়ার পর পুলিশ মামলা নিতে চায়নি।

পরবর্তী সময় চাপে পড়ে পীযুষের স্ত্রীর কাছ থেকে পুলিশ মামলা নিতে বাধ্য হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ একবারের জন্য প্রয়াত পীযুষের পরিবারের সাথে কথা বলেনি। অর্থাৎ পুলিশ মামলাটি কোনভাবে ধাপা চাপা দেওয়ার চেষ্টা করছে। তাই সক্রিয় ভূমিকা পালন না করে পুলিশ নির্বিকার। এ বিষয়ে বিরোধী দলনেতা বলেন, এই ঘটনার ৯-১০ দিন পরেও পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে। রাজ্যের মানুষ চাইছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং টেপানিয়া এলাকাটি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বিধানসভার অন্তর্গত।

 মন্ত্রীও এসে খোঁজখবর নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোন ভূমিকা না নেওয়ার এবং সুষ্ঠু তদন্ত না হওয়ায় দাবি জানানো হচ্ছে প্রথমত। যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত হয়। তারপর যাতে প্রয়াত পীযুষের পরিবারের পাশে দাঁড়ায় সরকার। সরকারিভাবে যে সুযোগ-সুবিধা পীযুষের পরিবারের পাওয়ার কথা তার চেয়েও যাতে বেশি সুযোগ-সুবিধা প্রদান করা হয়। কারণ ঘরের তার স্ত্রী এবং ছোট্ট কন্যা সন্তান রয়েছে। সরকার যদি সঠিকভাবে পাশে না দাঁড়ায় তাহলে তাদের জীবন অন্ধকার হয়ে যাবে। তিনি আরো জানিয়েছেন ইতিমধ্যে সরকার যদি উপযুক্ত ব্যবস্থাগুলি গ্রহণ না করে তাহলে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে। প্রয়োজনে আরো অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, মানুষ কার কাছে ভরসা করবে? রাধা কিশোর পুর থানার পুলিশ যদি মামলা নিতে এতটা ভিতু হয় তাহলে সুশাসনের মানুষের নিরাপত্তার কোন ভরসা নেই। এই তথাকথিত সুশাসন তৈরি করে রেখেছে খাঁকি উদ্দি পরিধানকারী তথা রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ। বিরোধী দলনেতার মুখ থেকে আরো জানা গেছে উদয়পুরে শিক্ষক খুনের ঘটনায় দুর্বৃত্তদের মুক্ত করে দিতে ময়নাতদন্তের রিপোর্টে আসল তথ্য সামনে আনা হয়নি। যার কারণে রাষ্ট্রবাদী দলের দুর্বৃত্তরা মুক্ত হয়ে গেছে। সুতরাং এটা কোন শাসন, প্রশ্ন আমজনতার?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য