Friday, December 6, 2024
বাড়িরাজ্যক্রেতা সেজে চাল চুরির ঘটনায় ধৃত ৩

ক্রেতা সেজে চাল চুরির ঘটনায় ধৃত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ক্রেতা সেজে চাল চুরির ঘটনায় এনসিসি থানার পুলিশ গ্রেফতার করল তিন কুখ্যাত চোরকে। ধৃত তিনজনের নাম বিপ্লব বণিক, বিজয় ধানুক ও আশুতোষ শর্মা। তারা গত কয়েকদিন ধরে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় গ্রোসারির দোকানে হানা দিয়ে চালের বস্তা চুরি করেছে। পুলিশ ভিক্টর দেব নামে এক ব্যক্তির কাছ থেকে অভিযোগ পায়।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন ৪ নভেম্বর রাতে এক ব্যক্তি ওনার দোকানে এসে বেশকিছু সামগ্রী ক্রয় করার জন্য একটি লিস্ট দেন। দোকান মালিক ভিক্টর দেব লিস্ট অনুযায়ী সামগ্রী গুলি ওজন করে প্যাকেট করার সময়, ঐ ব্যক্তি দোকান থেকে বেশকিছু দামি চালের বস্তা গাড়িতে লোড করার নাম করে চালের বস্তা নিয়ে পালিয়ে যায়।

পরে তদন্তে নেমে প্রথমে বিপ্লব এবং বিজয় দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ বলে জানতে পারে তারা গত কয়েক দিনে রাজধানীর খেজুর বাগান এলাকার শ্যামল ঘোষ, লিচুবাগান ঘোষপাড়ার লিটন গোপ, উজান অভয়নগর এলাকার চন্দন রায় সহ বিভিন্ন এলাকার গ্রোসারির দোকানে হানা দিয়ে চালের বস্তা চুরি করে নিয়ে যায়। এবং এই চালের বস্তা গুলো বিক্রি করেছিল ইন্দ্রনগর এলাকার আশুতোষ শর্মার কাছে। পুলিশ অভিযুক্ত আশুতোষ শর্মাকেও গ্রেফতার করেছে। আশুতোষ শর্মার কাছ থেকে উদ্ধার হয়েছে নয় বস্তা চাল। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে আরো অভিযুক্তদের নাম সামনে আসবে বলে এনসিসি থানার পুলিশের ধারণা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য