Thursday, January 23, 2025
বাড়িরাজ্যঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিপজ্জনক অবস্থা, গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত

ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিপজ্জনক অবস্থা, গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিপজ্জনক অবস্থায় আছে বিদ্যুতিক ট্রান্সফরমার। ঘটনা চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের রেল রাস্তা সংলগ্নে চৌধুরী বাড়ির সামনে। বালুয়া ছড়ি রাস্তার চৌধুরী বাড়ির সামনে রয়েছে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার। মঙ্গলবার বিকালের প্রবল শিলাবৃষ্টি এবং তুফানে দুইটি বিদ্যুৎ খুঁটির মাঝখানে বসানো ট্রান্সফরমার মারাত্মকভাবে বিপদজনক অবস্থায় ঝুলে রয়েছে।

 যে খুঁটিগুলোর মাঝখানে ছিল ট্রান্সফরমার। সেই খুঁটিগুলো ভেঙ্গে যাওয়ায় হেলে বিপজ্জনক অবস্থায় ঝুলছে ট্রান্সফর্মার। বিদ্যুৎ পরিবাহী তার গড়াগড়ি খাচ্ছে মাটিতে। ২৪ ঘন্টার উপর বিদ্যুৎ হীন গোটা এলাকা। বিদ্যুৎ না থাকার ফলে প্রচন্ডভাবে জল সংকটে ভুগছে এলাকার মানুষ। পড়াশোনা করতে পারছে না এলাকার ছাত্রছাত্রীরা। আগামী কয়েকদিনের মধ্যে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শুরু হবে। বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না। সন্ধ্যা হলে গোটা এলাকা ভয়ানক অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়।

বিদ্যুৎ না থাকার ফলে বাড়ি ঘরে চুরি হওয়ার সম্ভাবনাও থাকছে। চড়িলাম বিদ্যুৎ কল সেন্টার অফিসে জানানো হলে তারা নাকি বলেছে এই এলাকায় ট্রান্সফর্মার খুঁটি এবং বিদ্যুৎ পরিবাহিতা ঠিক করতে ৪-৫ দিন সময় লাগতে পারে। এলাকাবাসী প্রশ্ন তুলেছে যদি চার পাঁচ দিন সময় লাগে এই এলাকার খুঁটি ট্রান্সফরমার ঠিক করতে তাহলে এলাকাবাসীকে সবচেয়ে বেশি পানীয় জলের জন্য সমস্যা ভোগ করতে হবে। তাই গ্রামের মানুষ বুধবার দিন বিকেল বেলা সংবাদ প্রতিনিধির সামনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জানান যাতে করে অতি দ্রুত এই এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য