Saturday, December 7, 2024
বাড়িরাজ্যবিশালগড়ে কংগ্রেসের সংহতি যাত্রা

বিশালগড়ে কংগ্রেসের সংহতি যাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : রাজ্যের প্রধান বিরোধী দল না হলেও শক্তির জাহির করতে ময়দানে অবতীর্ণ হচ্ছে কংগ্রেস। রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ তুলে সরকারের ঘাড়ে শ্বাস ফেলার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস। গত কয়েক দিন আগে ঘোষণা হয়েছে সংহতি পদযাত্রার।

ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে এই সংহতি যাত্রার আয়োজন করার নির্দেশ দিয়েছেন দলের হাই কমান্ড। সে অনুযায়ী দায়িত্ব পালন করতে উঠেপড়ে লেগেছে দলের নেতৃত্ব। মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে উন্নততর ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সংহতি পদযাত্রা সংগঠিত করা হয়। বিশালগড়ের গোলাঘাটি বাইপাস সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই সংহতি পদযাত্রা।

এইদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, ব্লক কংগ্রেস সভাপতি সহ বিশালগড় বিধানসভার এলাকার কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে এইদিন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সংহতি পদযাত্রাটি বিশালগড় বাইপাস থেকে শুরু করে নদীলাক, ধ্বজনগর বাইদ্যারদীঘি এলাকা পরিক্রমা করেন। কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন এইদিনের সংহতি পদযাত্রার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য