স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে প্রশ্নের মুখে প্রশাসন? গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা রাজ্যের বুকে ঘটে চলেছে সেগুলি সাধারণভাবে দেখলে ভুল হবে। একাধিক নতুন সংস্করণ এসেছে অপরাধমূলক কার্যকলাপে। এবার বাস থামিয়ে যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার এবং নগদ অর্থ ছিনতাই এবং বাস শ্রমিককে মারধর করার অভিযোগ উঠেছে।
এই সন্ত্রাসমূলক ঘটনা সংঘটিত হয়েছে বিশালগড় এসডিএম অফিসের সামনে।
জানা যায় বিশালগড় এস ডি এম অফিসের সামনে গাড়ি থামিয়ে বাস শ্রমিক গৌতম সাহাকে মারধর করা হয় এবং বাসে থাকা যাত্রী সোমা রানী কর্মকারের কাছ থেকে স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার সকালে সমস্ত শ্রমিকরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে থানায় দারস্থ হয়। কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলাও করা হয়।
থানার ওসি আশ্বস্ত করেছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। আশ্বাস অনুযায়ী যদি ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার না হয় তাহলে সাংগঠনিকভাবে বৈঠক করে অন্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতা। এই ঘটনায় মানুষের কাছে একটাই প্রশ্ন নিরাপত্তা কোথায়?