স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : আজ ভাইফোঁটা। এই দিনটি ভাতৃদ্বিতীয়া হিসেবে পরিচিত। ভাই বোনের মিলন উৎসব হিসেবে দিনটি পালিত হয়। প্রত্যেক ভাই এবং বোনের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শুভদিনে ভাইয়ের কপালে ফোঁটা দিলে যমের দুয়ারে কাটা পড়ে।
কোন ভয় থাকে না। রবিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভাইফোঁটার আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসে মুখ্যমন্ত্রীকে ফোটা দিয়ে আশীর্বাদ করেন। মুখ্যমন্ত্রীও বোনেদের আশীর্বাদ করেন। বিশেষ করে নারীদের স্বশক্তি করণ করতে আরো বেশি গুরুত্ব দেবে বলে সংকল্প নেন তিনি।