Friday, April 25, 2025
বাড়িরাজ্যউৎসবের মরশুমে মানুষকে ঘুমে রেখে বাড়িয়ে দেওয়া হলো বিদ্যুৎ মাশুল, বিদ্যুৎ নিগম...

উৎসবের মরশুমে মানুষকে ঘুমে রেখে বাড়িয়ে দেওয়া হলো বিদ্যুৎ মাশুল, বিদ্যুৎ নিগম অফিসে প্রতিবাদ করল গ্রাহকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : উৎসবের মরশুমে মানুষকে ঘুমে রেখে বাড়িয়ে দেওয়া হলো বিদ্যুৎ মাশুল। বুধবার এর প্রতিবাদ জানায় উদয়পুর মহকুমা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের বিদ্যুৎ গ্রাহকরা। গত আগস্ট মাস থেকে বিদ্যুৎ এর মাসুল সরকার বাড়িয়ে দিয়েছে। এই সম্পর্কে ভোক্তাদের কোন ধরনের অবগত করা হয় নি। আর এ সম্পর্কে ভোক্তারা ছিল অন্ধকারে। বুধবার উদয়পুর মহকুমা সাব ডিভিশনাল বিদ্যুৎ দপ্তরের ভোক্তারা বিল দিতে এসে দেখে বিগত মাস ৫০০ টাকা যারা জমা দিয়েছেন তারা প্রত্যেকে ৮৪ ইউনিট করে পেত আর বর্তমানে ২০ ইউনিটের নীচে ইউনিট পাচ্ছে।

এই নিয়ে বিদ্যুৎ নিগমের যে সমস্ত কর্মীরা বিদ্যুৎ বিল দিচ্ছেন তাদের জিজ্ঞাসা করলে কোন সঠিক উত্তর দিতে না পারায় বুধবার বিল দিতে আসা ভোক্তাদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। প্রত্যেক ভোক্তাদের বক্তব্য কেন আগে জানানো হয়নি? এনিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ দপ্তরে বিল দিতে আসা ভোক্তারা। তবে উল্লেখ্য এভাবে বিদ্যুৎ বিল বাড়ানোর প্রসঙ্গে গ্রাহকদের অবগত না করার পেছনে মূলত কারণ হলো হয়তো আন্দোলনকে ভয় পাচ্ছেন দপ্তরের অভিভাবক। কারণ ভাত দেওয়ার মুরাদ নেই কিল মারার গোসাই হয়ে উঠেছে তাদের নীতি।

 যেখানে বন্যা পরিস্থিতিতে মানুষ একপ্রকার ভাবে সর্বস্বান্ত, এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর দিশা খুঁজে পাচ্ছে না সেখানে এভাবে হটকারী সিদ্ধান্ত নেওয়া জনগণের কোনভাবেই মঙ্গল হবে না বলে মনে করা হচ্ছে। এভাবে গ্রাহকদের ঘুমে রেখে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার কায়দা এই প্রথমবার রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছে। এমনকি এই মুহূর্তে বিদ্যুৎ বৃদ্ধি করার বিষয় যদি সামনে তুলে আনে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে হয়তো প্রশ্নের মুখে পড়তে হতে পারে। কারণ যেখানে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দিতে পারছে না সেখানে এভাবে বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়া স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণ হবে বলে মনে করছেন আমজনতা। এমনটাই গুঞ্জন সৃষ্টি হয়েছে সকলের মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য