Friday, November 22, 2024
বাড়িরাজ্যস্বাধীনতার পর বর্তমানে এক কঠিন পরিস্থিতি মুখাপেক্ষী ভারতবাসী : মানিক সরকার

স্বাধীনতার পর বর্তমানে এক কঠিন পরিস্থিতি মুখাপেক্ষী ভারতবাসী : মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : দেশের গণতান্ত্রিক- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদী একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্যে মোদি সরকারের এক দেশ- এক নির্বাচন করার প্রচেষ্টার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিভাজন ও দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সোনামুড়য় সম্প্রীতি রক্ষার এক মিছিল ও সমাবেশ সংঘটিত হয়। এই কর্মসূচির প্রধান বক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে, সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা ও অহিদুর রহমান।

 পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বক্তব্য রেখে বলেন, স্বাধীনতার পর এক কঠিন পরিস্থিতি মুখাপেক্ষী ভারতবাসী। আর এস এস -এর নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার গত কয়েক বছর ধরে দেশ শাসন করছে। কিন্তু তারা সাধারণ মানুষের কল্যাণে তেমন কোন কাজ করছে না। মানুষের উপর তাদের কোন আস্তা নেই। এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের নেতা মানিক সরকার। আরো বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রতিনিয়ত বিরোধী দলের গণতান্ত্রিক কার্যকলাপের উপর আক্রমণ করে চলেছে।

 তাদের মূল উদ্দেশ্য বিরোধী দলকে কোনঠাসা করে রাখা অর্থাৎ এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এই জন্যই তারা সংবিধান থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে দিচ্ছে চাইছে। পাশাপাশি শ্রী সরকার আরো বলেন, মানুষ শাসক দলেরই সকল কার্যকলাপ সম্পর্কে যথেষ্ট অবগত হয়ে গিয়েছেন। তার প্রমাণ এবারের নির্বাচনে দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে মানুষকে আরো বেশি সংগঠিত করা এই মুহূর্তে যথেষ্ট প্রয়োজন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য