স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : বিকাশ ত্রিপুরায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে জমি মাফিয়া এবং নিগো মাফিয়া। পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করল জমি মাফিয়া পরেশ ঘোষকে। ধৃত পরেশ ঘোষের বাড়ি রাজধানীর চন্দ্রপুর এলাকায়। পূর্ব আগরতলা থানার পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জমি মাফিয়া পরেশ ঘোষকে গ্রেপ্তার করে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে পরেশ ঘোষকে আদালতে সোপর্দ করে পুলিশ।
বুধবার পূর্ব আগরতলা থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান ২০ অক্টোবর অপুরানী সরকার রায় নামে এক মহিলা পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন চন্দ্রপুর ও খয়েরপুরের মাঝামাঝি স্থানে জাতীয় সড়কের পাশে ওনার নামে কিছু জায়গা রয়েছে। তিনি সেই জায়গা বিক্রয় করতে চাইলে ওনার কাছে জমি মাফিয়ারা দুই কোটি টাকা দাবি করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তারপর খোঁজখবর নিয়ে জমি মাফিয়া পরেশ ঘোষের নাম জানা যায়।
যথারীতি পরেশ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান পরেশ ঘোষকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে আর কে কে যুক্ত রয়েছে তাদের নাম জানা হবে। তারপর তাদেরকেও জালে তোলা হবে। এই ধরনের সাংগঠনিক অপরাধের সাথে যারা যুক্ত রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না বলেও জানান তিনি।পূর্ব আগরতলা থানার ওসি জানান নতুন বিএনএস অ্যাক্টে সাংগঠনিক অপরাধের জন্য নির্দিষ্ট ধারার উল্লেখ রয়েছে। সেই ধারা গুলি জমি মাফিয়া পরেশ ঘোষের মামলায় যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, চন্দ্রপুর ছাড়াও বড়দোয়ালি, রামনগর, ইন্দ্রনগর সহ আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জমি মাফিয়ারা সক্রিয়। এখন দেখার জমি মাফিয়া নির্মূল করতে পুলিশ কতটা সক্রিয় ভুমিকা পালন করে। রাজধানী আগরতলা শহর ও শহরতলিতে জমি মাফিয়াদের আস্ফালনে অতিষ্ঠ সাধারন মানুষ। যে কেউ জমি ক্রয় কিংবা বিক্রয় করতে গেলে জমি মাফিয়ারাদের দিতে হয় মোটা অঙ্কের অর্থ। দীর্ঘদিন ধরে আগরতলা শহরে এই ধরনের ঘটনা ঘটে চলছে। অবশেষে পূর্ব আগরতলা থানার পুলিশ এক জমি মাফিয়াকে গ্রেপ্তার করল।