Thursday, April 25, 2024
বাড়িরাজ্যকোভিডে মৃতের পরিবার সরকারি অর্থ তুলে দেওয়ার নির্দেশ

কোভিডে মৃতের পরিবার সরকারি অর্থ তুলে দেওয়ার নির্দেশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : বহু কোভিডে মৃতের পরিবার সরকারি সহযোগিতা সম্পর্কে অবগত নয়। বঞ্চিত হয়ে আছে ৫০ হাজার টাকা থেকে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করে সে সব পরিবারকে অর্থ রাশি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদনের মাধ্যমে কোভিড ১৯ জনিত মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ৫০ হাজার টাকা এক্সগ্র্যাসিয়া হিসেবে সহায়তা করা হচ্ছে। কিন্তু দেখা যায় কিছু কিছু পরিবার এখনো সহায়তার জন্য আবেদনপত্র জমা দেয় নি। তাই সুপ্রিম কোর্টের এক নির্দেশ অনুসারে আবারো আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তর।

আগামী ২০ মার্চের আগে যে সমস্ত ব্যক্তি কোভিড ১৯ -এ মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগামী ২২ মে পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া ২০ মার্চের পরে মৃত্যু হলে মৃত্যুর ৯০ দিনের মধ্যে এই সহায়তার জন্য আবেদন করতে হবে। এক্সগ্র্যাসিয়া প্রদানের প্রক্রিয়া আবেদনপত্র গ্রহণের ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে বলে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য