Wednesday, April 30, 2025
বাড়িরাজ্যবাজারের শাকসবজি ও আলু পেঁয়াজের মূল্য আঁকাছোঁয়া, নাভিশ্বাস উঠছে মানুষের, প্রশাসন আছে...

বাজারের শাকসবজি ও আলু পেঁয়াজের মূল্য আঁকাছোঁয়া, নাভিশ্বাস উঠছে মানুষের, প্রশাসন আছে কুম্ভ নিদ্রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : বাজারে আকাশ ছুঁয়া শাক সবজি থেকে আলু পেঁয়াজের মূল্য। শাক সবজি ক্রয় করতে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে শাক সবজির মূল্য। বাজারে নজরদারি নেই প্রশাসনের। এদিকে কিছুদিন পূর্বে বন্যার কারনে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের মানুষের। বিশেষ করে কৃষি ক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের সবজি ক্ষেতে জল জমে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।

বন্যার কবল থেকে মুক্ত হয়ে বর্তমানে মানুষ একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা নতুন করে সবজি চাষ শুরু করেছেন। যদিও সেই সবজি বাজারে আসতে আরও সময় লাগবে। কিন্তু এরই মধ্যে বাজারে আকাশছুঁয়া মূল্য শাসক সবজির। শুধু শাক সবজি নয় আলু পিয়াজের মূল্যও সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বললে চলে।

খোলা বাজারে পিয়াজ বিক্রয় হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা প্রতি কেজি। আলু বিক্রয় হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কেজি। আর শাক সবজির মূল্যের কথা বলে লাভ নেই। সোমবার রাজধানীর লেইক চৌমুহনী বাজারে দেখা যায় শাক সবজির অগ্নি মূল্য। নিরুপায় ক্রেতারা সাধ্য মতো বাধ্য হয়ে শাক সবজি ক্রয় করছেন। এক ক্রেতা জানান আগের তুলনায় বর্তমানে শাক সবজির মূল্য অনেক বেশি।

একটি লাউ বিক্রয় হচ্ছে ১০০ টাকা করে। আগে এই লাউ বিক্রয় হতো ৩০ থেকে ৪০ টাকা করে। তবে তিনি আশা ব্যক্ত করেন শাক সবজির মূল্য আগামিদিনে কিছুটা হলেও হ্রাস পাবে। পাশাপাশি তিনি সরকারের প্রতি দাবি জানান বাজারে শাক সবজির অগ্নি মূল্যের প্রতি নজর দেওয়ার জন্য। তবে বিক্রেতারাও স্বীকার করেন বাজারে বর্তমানে শাক সবজির মূল্য অনেকটা বেশি। কারন তাদেরকে চড়া দামে শাক সবজি ক্রয় করে আনতে হচ্ছে। পাতা সহ ফুল কপি তাদের ক্রয় করতে হয়েছে ১০০ টাকা করে। পাতা বাদ দেওয়ার পর তাদেরকে সেই ফুল কপি বিক্রয় করতে হচ্ছে ১৮০ টাকা প্রতি কেজি।

টমেটো বিক্রয় করতে হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা। শাক সবজির মূল্য বেশি হওয়ার কারনে তাদেরও সমস্যা হচ্ছে বলে জানান। কারন তাদের অধিক পুজির প্রয়োজন বর্তমানে। শাক সবজির মূল্য বেশি হওয়ার কারনে আগের মতো শাক সবজি বিক্রয় হয় না বলে দাবি করেন বিক্রেতারা। প্রায় প্রতিদিন বাজারে শাক সবজির মূল্য বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভালো বেগুন বিক্রয় হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা। গাজর, বিন, ফুল কপি, বাধা কপি, পটল, ঝিঙ্গে, কাকরল, মিষ্টি কুমর থেকে সবকিছুর মূল্য আকাশছুঁয়া। পকেটে ৫০০ টাকা নিয়ে সবজি বাজারে যাওয়ার পর ক্রেতারা পছন্দ মতো সবজি ক্রয় করতে পারছে না। এই পরিস্থিতিতে সাধারন মানুষ কোথায় যাবে। একজন মানুষ দিন মজুরের কাজ করে দিনের শেষে ৬০০ থেকে ৭০০ টাকা পান। কিন্তু সবজি বাজার ক্রয় করতে চলে যায় ৫০০ টাকা।

 ফলে বাকি ২০০ টাকা দিয়ে কি ভাবে ওনার সংসার চলবে। স্বাভাবিক ভাবেই বলতে হয় না খেয়ে মারা যাওয়ার উপক্রম নিম্ন বিত্তদের। যদিও সবজি ব্যবসায়ীদের দাবি বর্তমানে বহিঃরাজ্য থেকে আসা সবজির উপর নির্ভর করে চলতে হচ্ছে। বহিঃরাজ্য থেকে সবজী না আসলে বাজারে মানুষ সবজি পাবে না। তার জন্য বাজারে সবজির অগ্নিমূল্য। এই পরিস্থিতিতে সাধারন মানুষ দাবি তুলেছে বাজারে শাক সবজির মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি চালাক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য