স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে অপহরণ করে যুবতীকে খুন করার অভিযোগ মৃত যুবতীর পরিবারের।অভিযুক্ত যুবকের নাম রুপম দাস। তার বাড়ি বিশালগড় আশ্রমপাড়া এলাকায়। অসহায় মা-বাবা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত যুবকের মৃত্যুদন্ডের দাবি করলেন সংবাদ মাধ্যমের ক্যামেরায়।
জানা যায়, ৮ দিন পূর্বে চম্পকনগর এলাকার বাসিন্দা চন্দন দেবনাথের কলেজ পড়ুয়া মেয়ে রূপালী দেবনাথকে রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় বিশালগড় মুড়া বাড়ি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা রুপম দাস। রুপালী দেবনাথের মায়ের অভিযোগ রুপম দাস রূপালিকে নিয়ে গিয়ে হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন এক বাড়িতে ঘর ভাড়া করে রাখে। সেই ভাড়া ঘরে পরিকল্পিত ভাবে রুপালী দেবনাথকে হত্যা করেছে রুপম দাস। মৃত রূপালির মায়ের অভিযোগ রুপম দাস প্রায় সময় তাদের মেয়েকে উত্তক্ত করতো। রুপালী নিজে থেকে আত্মহত্যা করতে পারে না। রূপালিকে রুপম দাস হত্যা করেছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান তাদের মেয়ের হত্যাকারীর যেন ফাঁসি হয়।